শর্টফিল্মঃ “The Black Hole” চলচ্চিত্র উৎসবে মাত্র আড়াই মিনিটের এই মুভিটি পুরস্কার জিতে নেয় !

কান চলচ্চিত্র উৎসবে মাত্র আড়াই মিনিটের এই মুভিটি পুরস্কার জিতে নেয়। সিনেমাটির নাম ” দ্য ব্ল্যাক হোল “।

২০০৮ সালে প্রকাশিত এই ছবিটির লেখক এবং পরিচালক ছিলেন ফিলিপ স্যানসম। ছবিটিতে কোন কথা নেই এবং চরিত্রও মাত্র একজন। মানুষের অতিরিক্ত লোভ কিভাবে নিজেদেরই বিপদ ডেকে আনে সেই বিষয়টিই পরিচালক এখানে তুলে ধরেছেন।